কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করলেন এই খবর। তিনি বললেন—কয়েক সপ্তাহের মধ্যেই আসছেন তারেক রহমান। নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লড়াইয়ের নেতৃত্ব দেবেন তিনি।

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান জাহিদ হোসেন। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, গণতন্ত্র আন্দোলনের সবার নেতা— এমন মন্তব্যও করেন তিনি।

দেশে নাশকতা সৃষ্টির’ অভিযোগ প্রসঙ্গে বলেন,স্বৈরাচারের দোসর কারা— সেটা ইতিহাসই প্রমাণ করছে। বিএনপি সবসময় জনগণের অধিকারের পক্ষে ছিল, থাকবে।
তিনি অভিযোগ করেন—আওয়ামী লীগ কখনোই জনগণের পাশে ছিল না। তাদের রাজনীতি প্রতিহিংসা আর দমন-পীড়নের। দেশটাকে তারা মনে করে পৈত্রিক সম্পত্তি। শেষ বিচারে জনগণই জানে কীভাবে এই স্বৈরাচারকে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top