রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: ইউনূসের ৭ দফা প্রস্তাব!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৬:২২

সংগৃহীত

রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো প্রত্যাবাসন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের সম্মেলনে এই জোরালো বার্তা দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি পরিষ্কার জানিয়েছেন, সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানেই। আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা চলছে, আর অর্থায়ন কমছে। অন্যদিকে, বাংলাদেশ এই সংকটের শিকার। বিপুল আর্থিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি হয়েছে। এমনকি মাদক প্রবাহ ও আন্তঃসীমান্ত অপরাধ বাংলাদেশের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে।

অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে মিয়ানমার ও আরাকান সেনাবাহিনীর ওপর কার্যকর চাপ সৃষ্টির আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, প্রত্যাবাসনই একমাত্র পথ এবং মিয়ানমারের বৃহত্তর সংস্কারের অজুহাতে এটি আটকে রাখা উচিত নয়। দ্রুত প্রত্যাবাসন শুরু করার জন্য তিনি ৭টি পদক্ষেপের প্রস্তাব করেন।

এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে– রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করা, রাখাইনে আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতি নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরার জন্য বিশ্ব আর অপেক্ষা করতে পারবে না। এ লক্ষ্যে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top