রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না: আইন উপদেষ্টা নজরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৮:০৫

সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আসিফ নজরুল জানান, যদিও কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকে, তবে বর্তমানে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে’। ইউনূসের এই মন্তব্য নিয়েই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল।

ড. ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই বক্তব্য সেই বিতর্কের মাঝে একটি স্পষ্ট বার্তা নিয়ে এলো। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top