সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ ৫ই অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ২১:২৫

ছবি: সংগৃহীত

আগামী ৫ই অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। সচিবালয়কে এসইউপি-মুক্ত এলাকায় পরিণত করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

 

রোববার থেকে সচিবালয়ের প্রবেশপথে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে। কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী বহন করলে তাকে সঙ্গে সঙ্গে কাগজের ব্যাগ সরবরাহ করা হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রবেশপথে ব্যানার, পোস্টারও ঝুলানো হয়েছে। এ ছাড়া প্রতিদিন তদারকির জন্য একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

 

মন্ত্রীপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সচিবালয়ে কোনো সভা, সেমিনার বা দাপ্তরিক কাজে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক—যেমন বোতল, কাপ বা চামচ ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কাপড় বা পুনঃব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি সরকারি সব ক্রয়ের ক্ষেত্রেও পরিবেশবান্ধব পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সরকারের আশা, সচিবালয়ের এই উদ্যোগ অনুসরণ করে অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও প্লাস্টিক বর্জনে এগিয়ে আসবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পরিবেশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দেশের মানুষকে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top