রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

গাজার পথে শহিদুল আলম, অনিশ্চিত কখন ইসরায়েলি বাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৭:১৪

সংগৃহীত

ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছে দিতে আন্তর্জাতিক উদ্যোগে শামিল হয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বর্তমানে ‘কনশানস’ নামের এক জাহাজে আছেন, যা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ।

আজ রোববার গাজায় পৌঁছানোর কথা থাকলেও গতি কমানোর কারণে তা বিলম্বিত হবে। নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, শান্ত সমুদ্র থাকলেও তার মূল উদ্বেগ অন্য জায়গায়। তিনি লিখেছেন, “বিপদের এলাকা অনেক আগেই শুরু হয়, আর কোথায় বা কখন আমাদের আটকানো হতে পারে, তা আগেভাগে বলা কঠিন।”

‘কনশানস’ হলো এই নৌবহরের সবচেয়ে বড় নৌযান, যা সবার শেষে ইতালি থেকে রওনা করলেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তাদের লক্ষ্য—গাজার অবরোধ ভেঙে বিশ্বের নজর সেদিকে টানা।

এই যাত্রা চরম ঝুঁকিপূর্ণ। ইসরায়েল দুই বছর ধরে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top