ইইউ চায় অংশগ্রহণমূলক নির্বাচন: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ইইউ বাংলাদেশের আসন্ন নির্বাচনটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক দেখতে চায়।

আমীর খসরু বলেন, ইইউ সব সময় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার পাশে ছিল এবং এবারও তারা পর্যবেক্ষক দল পাঠাবে। ইইউ শুধু নির্বাচনই নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে। তারা সংসদকে আরও কার্যকর করতে সহযোগিতা করতে আগ্রহী।

বিএনপির এই নেতা নির্বাচন ঘিরে চলমান বিতর্কের বিষয়ে মন্তব্য করে বলেন, নির্বাচনের সঙ্গে জড়িত সব বিষয় এখনই নির্বাচন কমিশনের জানা এবং তাতে কমিশনের ভূমিকা থাকা উচিত। তবে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, তাদের ম্যান্ডেটই হবে একমাত্র সিদ্ধান্ত।

বৈঠকে ইইউ ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। ইইউ তৈরি পোশাক খাতে তাদের শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখতে এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বলে জানান আমীর খসরু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top