বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

এখন আর কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড হতে চায় না”: গোলাম মাওলা রনি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৩:১৪

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে বলেছেন, বর্তমান সময়ে আর কেউ নিজেকে আন্দোলনের “মাস্টারমাইন্ড” হিসেবে দেখাতে চায় না। রনির কথায়, কেউ যদি তাকে বলেন, “আপনি মাস্টারমাইন্ড ছিলেন কি না?”, তিনি হয়তো কেবল বলবেন—“খোদার কসম, আমি কখনও মাস্টারমাইন্ড ছিলাম না।”

রনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যদি কেউ বলার চেষ্টা করে ড. মুহাম্মদ ইউনূস কি কোনো আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন, তিনি সরলভাবে বলবেন, “বিশ্বাস করো, আমি কোনো মাস্টারমাইন্ড ছিলাম না।”

রনি আরও বলেন, প্রথম দুই-তিন মাস আন্দোলনের শুরুতে অনেকেই “ক্রেডিট” নেওয়ার চেষ্টা করেছেন। কেউ বলেছে, “আমি নেতা, আমার হুকুমে এটা হয়েছে, আমি অর্থ দিয়েছি, আমি এখানে আন্দোলন করেছি”—এভাবে নিজেদের অবদান প্রমাণ করতে চেয়েছে। এক গ্রুপ বিশেষত নিজেদের অবদান দেখানোর চেষ্টা করেছে, যা রনির মতে পুরো পরিস্থিতিকে “উল্টো” করে দিয়েছে।

তিনি আরো মন্তব্য করেন, “আপনি বলছিলেন, ম্যাটিকুলাস। তারা বলবে, ‘তাই নাকি? ম্যাটিকুলাসের অর্থ কি? আমি তো বুঝি না।’”—এখানেও বর্তমান পরিস্থিতির জটিলতা ফুটে উঠেছে।

রনির বক্তব্যে বর্তমান রাজনৈতিক আন্দোলনের স্বচ্ছতা ও নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top