শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে ইউনূসের হৃদয় নিংড়ানো অভিনন্দন!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৮

সংগৃহীত

২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ২০০৬ সালের নোবেলজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রেস উইংয়ের মাধ্যমে পাঠানো এক বার্তায় ড. ইউনূস তার অভিনন্দন জানান। তিনি বলেন, আমি মারিয়া কোরিনা মাচাদোকে আমার অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাই, যিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সাথে লড়েছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখে তিনি কখনো থেমে যাননি। তার দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি অটল প্রতিশ্রুতি রেখেছেন।

অধ্যাপক ইউনূস নোবেল কমিটির উদ্ধৃতি তুলে ধরে বলেন, গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, ঝুঁকি নিয়ে সামনে আসেন।’ তিনি মারিয়া মাচাদোকে সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন এবং পুনর্বার আন্তরিক অভিনন্দন জানিয়ে তার বার্তা শেষ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top