ভোটার একালা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪৪

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের অনুমোদনের পর এ পরিবর্তন কার্যকর করা হয়।
নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা গেছে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদনটি ড. ইউনূস করেন ২ ফেব্রুয়ারি। এরপর ১৭ ফেব্রুয়ারি তার আবেদনে অনুমোদন দেওয়া হয় এবং ১৮ ফেব্রুয়ারি পরিবর্তনটি এনআইডি ডাটাবেইসে হালনাগাদ করা হয়।
এনআইডি তথ্য অনুযায়ী, এর আগে ড. মুহাম্মদ ইউনূস ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানায় ভোটার। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুলশান-২ এলাকার ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্গত।
নির্বাচন কমিশন সচিবালয়ের নিবন্ধন অনুবিভাগ আজ রোববার (১২ অক্টোবর) এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।