ঢাবি-ঢাকা কলেজ তীব্র সংঘাত, নীরব পুলিশ; থমথমে এলাকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪৬

মধ্যরাতে রণক্ষেত্র! ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। রবিবার (১২ অক্টোবর) রাত দেড়টা থেকে প্রায় তিনটা পর্যন্ত নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা জুড়ে চলে এই ধাওয়া-পাল্টাধাওয়া।
সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেখানে ভ্রাম্যমাণ দোকান বসাতে এলে সংঘর্ষ শুরু হয়। ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত এখন টেলিভিশনের সাংবাদিক ফরহাদকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা পরিস্থিতি সামলাতে চাইলেও ইট-পাটকেল থেকে বাঁচতে এক পর্যায়ে তাদের সরে যেতে হয়।
ঢাবি শিক্ষার্থীরা ঢাকা কলেজ ও পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা কলেজ কর্তৃপক্ষ সংঘর্ষ নিয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুই ক্যাম্পাসের এই তীব্র উত্তেজনার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।