সামাজিক ব্যবসা তহবিলের আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৩:৪০

সংগৃহীত

আন্তর্জাতিক কৃষি উন্নয়নে ঐতিহাসিক এক প্রস্তাব! তরুণ কৃষি উদ্যোক্তা, কৃষক ও নারীদের সহায়তায় একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD--এর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন।

ড. ইউনূস বলেন, এই তহবিলের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তা, কৃষক ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নসহ নানা সামাজিক সমস্যার সমাধান করা যাবে।

বৈঠকে ফল রপ্তানি সম্প্রসারণ, বিশেষত আম ও কাঁঠাল, জলবায়ু সহনশীল কৃষি এবং মহিষের দুধ থেকে মোৎজারেলা পনির উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। গুরুত্ব দেওয়া হয় গভীর সমুদ্র মৎস্য শিল্পেও বিনিয়োগের ওপর।

প্রধান উপদেষ্টা IFAD- প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে IFAD- বাংলাদেশের বেসরকারি খাত ও সামাজিক ব্যবসা উদ্যোগগুলোতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে বাংলাদেশে IFAD-এর ৬টি কৃষি উন্নয়ন প্রকল্প চলমান।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের ফল প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ এবং প্রযুক্তিগত বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. ইউনূস। এই আহ্বান বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top