জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক পেতে ইসিতে লড়াই চলছে, নতুন করে আবেদন দিয়েছে আর এক দল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:৫৬

জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনে (ইসি) লড়াই চলছে একাধিক রাজনৈতিক দলের মধ্যে। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ প্রতীক দাবি করলেও এবার বাংলাদেশ কংগ্রেস নামে একটি রাজনৈতিক দলও একই দাবিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে।
দলটি বলছে, যদি ‘শাপলা’কে নতুন দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তবে বর্তমানে ব্যবহৃত ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসের অগ্রাধিকার দিতে হবে।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।
এর আগে থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছে। তারা জানিয়েছে, ‘শাপলা’ ছাড়া দলের নিবন্ধন এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে নির্বাচন কমিশন জানায়, প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় কোনো দলকে এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
এরও আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য দলটি শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। এমন প্রেক্ষাপটে এবার বাংলাদেশ কংগ্রেসও একই প্রতীক দাবি করে আবেদন জানায়।
আবেদনে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলটি ‘শাপলা’ প্রতীক ব্যবহার করে আসছে। প্রথম প্রচারপত্রে প্রাকৃতিক নকশায় শাপলার ব্যবহার ছিল, পরে শৈল্পিক ডিজাইনেও তা সংযোজন করা হয়। তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদনকালে ইসি জানায়, ‘শাপলা’ জাতীয় প্রতীক হিসেবে সংরক্ষিত— তাই দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।
পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী নিবন্ধন দেওয়ার সময় দলটি ‘বই’ প্রতীক প্রস্তাব করলেও, গেজেটভুক্ত না থাকায় বাধ্য হয়ে ‘ডাব’ প্রতীক গ্রহণ করতে হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ‘শাপলা’ প্রতীক দাবি করছে। সে ক্ষেত্রে যদি জাতীয় প্রতীক ‘শাপলা’ দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।