একটু পরেই শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’, আজ হামলা হলে কঠোর কর্মসূচি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক উপস্থিত হয়ে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য সচিবালয়ের দিকে মার্চ শুরু করতে যাচ্ছেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ব্যানারে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করছেন।
দুপুর ১২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকেরা ১২টার পরও শহীদ মিনারে অবস্থান করছেন। শিক্ষকেরা জানান, কিছুক্ষণের মধ্যেই তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করবেন।
জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার জানিয়েছেন, যদি আজকের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের ওপর কোনো ধরনের হামলা হয়, তবে জোট আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। দাবি অন্তর্ভুক্ত — মূল বেতনার ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।”
এদিকে, সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকলেও তারা শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না; পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছেন না। শিক্ষকরা বিদ্যালয়ের আঙিনা, লাউঞ্জ বা অফিসকক্ষে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।