জুলাই সনদ: আজ চূড়ান্ত অনুলিপি, শুক্রবার স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

সংগৃহীত

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ, মঙ্গলবার, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ৬৩টি দলের সাথে দুই পর্বে আলোচনার ভিত্তিতে এই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে।

সনদের তিনটি প্রধান ভাগ রয়েছে— পটভূমি, ৮৪টি সংস্কার প্রস্তাব এবং ৭ দফা অঙ্গীকারনামা। আগামী শুক্রবার, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানে এই সনদ স্বাক্ষরিত হবে। প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে।

যদিও সনদ স্বাক্ষর হতে চলেছে, তবে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ এখন সনদের অংশ হচ্ছে না। কমিশন এটি পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোকে দেবে।

সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনার মাধ্যমে গণভোটের মাধ্যমে ঐকমত্য হলেও, গণভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। স্বাক্ষর অনুষ্ঠানের আগেই সরকারে এই সুপারিশ দেওয়া সম্ভব হবে বলে আশা করছে কমিশন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top