৫ দাবিতে জামায়াতের মানববন্ধন: যাত্রাবাড়ী থেকে গাবতলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

সংগৃহীত

পাঁচ দফা দাবিতে রাজধানী ঢাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী! আজ, মঙ্গলবার, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে শুরু করে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে দলটির নেতা-কর্মীরা।

তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি অন্তর্ভুক্ত করা। এছাড়া, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও করেছে জামায়াত।

শুধু জামায়াত নয়, এই প্রায় অভিন্ন দাবি নিয়ে ইসলামী আন্দোলনসহ মোট সাতটি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন চালাচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মীরা মতিঝিল শাপলা চত্বর থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে।

মৎস্য ভবন মোড়ে জামায়াতের সংক্ষিপ্ত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। আন্দোলনকারী দলগুলো এটিকে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখলেও, বিএনপিসহ কয়েকটি দল এটিকে ‘নির্বাচন পেছানোর কৌশল’ হিসেবে দেখছে। আন্দোলন চলবে আগামীকাল জেলা শহরেও।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top