শাপলা বিতর্ক: এনসিপি না মানলে ইসি’র পছন্দে প্রতীক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩১

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যদি ১৯ তারিখের মধ্যে শাপলার বিকল্প প্রতীক না বেছে নেয়, তবে নির্বাচন কমিশন (ইসি) স্বীয় বিবেচনায় একটি প্রতীক বরাদ্দ দেবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আজ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এনসিপি তাদের প্রথম পছন্দ ‘শাপলা’ প্রতীক নিয়ে অনড় অবস্থানে রয়েছে। তারা মনে করে, শাপলার সঙ্গে গণমানুষের গভীর সংযোগ তৈরি হয়েছে, যা উপেক্ষা করা সম্ভব নয়। এমনকি, তারা শাপলার সাতটি ভিন্ন নমুনাচিত্রও ই-মেইলে কমিশনকে পাঠিয়েছে।

এনসিপি দাবি করছে, শাপলা প্রতীক বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই। অ্যাটর্নি জেনারেলসহ অনেক সিনিয়র আইনজীবীও এই বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। এনসিপি বলছে, কমিশন তাদের সাথে ‘অন্যায্য’ আচরণ করছে। শাপলার বিকল্প হিসেবে ইসির দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির পক্ষে সম্ভব নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top