বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মিরপুরের আগুনে ১৬ প্রাণহানি: তারেক রহমানের শোক ও তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৯

সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, “মিরপুরের তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”

এমন হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান কর্মক্ষেত্রের নিরাপত্তার মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে। তিনি বলেন, আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তার মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।

একই সাথে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, তারা যেন অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয় এবং তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনে। রূপনগরে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার পর ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ৩ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি তারেক রহমান আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top