বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

পিআর বুঝি না, দেশ বাঁচাতে গণভোট ছাড়া নির্বাচন নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:৪৬

সংগৃহীত

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিআর আমি নিজেই বুঝি না, দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না— এসব বলে মিছিল করে নির্বাচনটা পন্ড করতে চাওয়া হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। তিনি আরও বলেন, সবার সম্মত মতগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে, আর বাকি মতের জন্য গণভোট হবে। তিনি সরকারকে নির্বাচন দিয়ে এই অস্থিরতা কাটানোর আহ্বান জানান।

বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থান এবং প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, হিংসার রাজনীতি চাইনা। হিন্দু মুসলিমের বিভেদ চাইনা। সবাই মিলে শান্তিতে থাকতে চাই। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top