লিবিয়া থেকে আরও ৩ শতাধিক বাংলাদেশি প্রত্যাবাসন করা হবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৫

বাংলাদেশ সরকার লিবিয়া থেকে আরও তিন শতাধিক নাগরিককে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানো হবে।
ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে জানানো হয়েছে, লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটটির মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।