এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, পাসের হার কমেছে ১৯ শতাংশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:২৪

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষাবিশেষজ্ঞ অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেন, এতোদিন ভালো ফলাফল দেখানোর ছলে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে।
আজ (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। আমরা এই ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি। ফলাফল কেন খারাপ হলো, তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।"
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন।
উল্লেখযোগ্য, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। জিপিএ ৫ পাওয়ার সংখ্যা কমেছে প্রায় ৭৮ হাজার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।