খারাপ ফলের দায় এড়াতে পারে না শিক্ষা মন্ত্রণালয়: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৯

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রকাশিত খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে, ফলাফল কেন খারাপ হলো তা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।’ তিনি জানান, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার যে প্রকৃত সংকট আড়াল করা হচ্ছিল, শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এবার কেবল প্রাপ্য নাম্বারই দেওয়া হয়েছে।
এছাড়া, শিক্ষা উপদেষ্টা জানান, সরকার শিক্ষকদের শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। একইসাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে খসড়া আইনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও নিশ্চিত করেন তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।