শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ঐক্যের সুর নিয়েই নির্বাচনে যাব: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১১:২০

সংগৃহীত

‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষরের মাধ্যমে অর্জিত ‘ঐক্যের সুর’ নিয়েই বাংলাদেশে পরবর্তী নির্বাচনে যাওয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

এই সনদে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেন। ইউনূস বলেন, যেনতেন নির্বাচন করে কোনো লাভ নেই, যারা স্বাক্ষর করেছেন তারা যেন আবার বসে নির্বাচন কীভাবে সুন্দর করা যায় তা ঠিক করেন। তিনি বলেন, নিজেদের নির্বাচন নিজেরা করবো, কেউ এসে আমাদের ধাক্কাধাক্কি করবে না।

অধ্যাপক ইউনূস ’ঐকমত্য কমিশন’-এর কাজকে অসম্ভবকে সম্ভব করা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সনদের মাধ্যমে দেশ ‘বর্বরতা থেকে সভ্যতায়’ এলো এবং এটি নতুন বাংলাদেশের সূচনা করল। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তব্যে তিনি তরুণদের সম্ভাবনা ও বঙ্গোপসাগরের উপযুক্ত ব্যবহারের কথা তুলে ধরেন। গভীর সমুদ্রবন্দর তৈরি করে কক্সবাজার, মাতারবাড়ি ও মহেশখালী এলাকাকে ‘নতুন সিঙ্গাপুর’-এ পরিণত করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, সনদটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top