হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া: স্বস্তি বিএনপিতে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩১

দীর্ঘ প্রতীক্ষার অবসান! দুই দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের বাসভবন ‘ফিরোজা’-য় পৌঁছায়।
গত বুধবার (১৫ অক্টোবর) রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা শেষে বোর্ডের পরামর্শেই তিনি এখন বাসায় ফিরেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।
তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন। বেগম জিয়ার বাসায় ফেরা তার দল ও সমর্থকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।