এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:২১

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা শনিবার (১৮ অক্টোবর) ‘কালো পতাকা মিছিল’ করেছে।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা সংলগ্ন সড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষক–কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন।
আন্দোলনকারীদের একাংশ শহীদ মিনারে থেকে ‘আমরণ অনশন’ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
শিক্ষক–কর্মচারীরা দাবি জানিয়েছেন-
-
বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করা,
-
চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা করা,
-
উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে বৃদ্ধি করা।
এছাড়া তারা দীর্ঘদিনের দাবির অংশ হিসেবে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণেরও দাবি জানান।
বক্তারা বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছি। সরকার দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না করলে আন্দোলন আরও বিস্তৃত হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।