আইনি ভিত্তি নেই: জুলাই সনদ স্বাক্ষর করেনি এনসিপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:১৮

বহুল প্রতীক্ষিত ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। স্বাক্ষর না করার কারণ শনিবার এক সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
আখতার হোসেন জানান, সনদের আইনি ভিত্তি না থাকা এবং এর বাস্তবায়নের সঠিক পন্থা সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় এনসিপি স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছে। তারা মনে করে, বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে সই করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
এর আগে, এনসিপি জানিয়েছিল, রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত হলেও, সনদের অঙ্গীকারনামায় তার উল্লেখ নেই। জুলাই সনদ আদেশ, গণভোট এবং এরপর সংবিধান পরিবর্তনের প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন হবে, এমন সুস্পষ্ট রূপরেখা দেখার পরই তারা সই করবে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ স্বাক্ষরকে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সূচনা হিসেবে দেখছেন। তিনি মন্তব্য করেন, এনসিপি ও ৪ বাম দলের স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে তিনি আশাবাদী, দলগুলো একপর্যায়ে সনদে সই করবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।