শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:২৭

সংগৃহীত

চলমান শিক্ষক আন্দোলনের প্রতি নীতিগত সমর্থন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একমত।

মির্জা ফখরুল জানান, সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার হলো— যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন ছাড়া কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

তবে, মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে কেউ যদি পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, তবে বিএনপি তা প্রতিহত করার ক্ষেত্রে কোনো নমনীয়তা দেখাবে না। শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কালো পতাকা মিছিল করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top