শাহজালালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৬ ইউনিট নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:১২

আকাশপথের ব্যস্ততা স্তব্ধ! রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটলো এক বড় দুর্ঘটনা। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।
যেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়, সেই এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ধরনের বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপুর সাড়ে তিনটায় এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতা! ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে আসে, যার মধ্যে ২০টি ইউনিট দ্রুত কাজ শুরু করে। বিমানবন্দর ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটও সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দেশের প্রধান বিমানবন্দরটিতে এমন ঘটনা স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।