জরুরি অবতরণ: শাহজালালে আগুনের জেরে ৮ ফ্লাইট চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:১২

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিমানবন্দরের এয়ারফিল্ড আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই কারণে ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প গন্তব্যে অবতরণ করতে বাধ্য হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল নিশ্চিত করেছেন, বিকেল ৫টা পর্যন্ত মোট আটটি ফ্লাইট চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট চারটি আন্তর্জাতিক এবং চারটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং ফ্লাইটগুলো নিরাপদে অবতরণ করেছে।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করায় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।