রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮

ছবি: সংগৃহীত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে প্রতিটি মরদেহ দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মরদেহ গ্রহণ করতে এসে স্বজনদের কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। পরবর্তীতে নিহত সাতজনের মরদেহ নিয়ে স্বজনরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। অপর এক নিহতের মরদেহ নেওয়া হয় রাউজান উপজেলায়।

নিহতরা হলেন— সন্দ্বীপের সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি। অপর নিহত রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে।

গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। নিহত আটজনের সবাই ওমান প্রবাসী শ্রমিক ছিলেন এবং একসঙ্গে একই গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় প্রবাসীরা জানান, ওমানের ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দুর্ঘটনার খবরে ওমানে থাকা বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে আসে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top