শাপলা প্রতীক ছাড়া বিকল্প নেই: ইসিকে এনসিপির হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৫:৫৮

প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র দ্বন্দ্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শাপলা প্রতীক ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।
ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, কমিশন শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। তাদের সিদ্ধান্ত আগারগাঁও থেকে নয়, বরং ‘অন্য কারো রিমোট’-এর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের আচরণকে ‘মধ্যযুগীয় রাজা-বাদশাদের’ মতো আখ্যা দেন। তিনি বলেন, কমিশনের এমন স্বেচ্ছাচারী আচরণ সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা।
এনসিপি বারবার শাপলা চেয়ে আবেদন জানালেও, ইসির সাফ বক্তব্য— বিধিমালার তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হবে। এই অবস্থায়, এনসিপি নেতা হুঁশিয়ারি দেন, শাপলা প্রতীক পেতে তারা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবেন। তিনি বর্তমান কমিশনের পরিণতি নুরুল হুদার মতো না হওয়ার আহ্বানও জানান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।