খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তায় কেনা হচ্ছে ২টি বুলেটপ্রুফ গাড়ি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:০২

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসে একটি বুলেটপ্রুফ বাস এবং গত জুনে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় দেশজুড়ে জনসংযোগকালে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতেই এই উদ্যোগ। যদিও গাড়ির মডেল চূড়ান্ত হয়নি, তবে জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর নিশ্চিত করেছেন, নির্বাচনের জনসংযোগকে কেন্দ্র করেই এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।

শুধু বুলেটপ্রুফ গাড়ি নয়, বিএনপি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। সূত্র: যুগান্তর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top