কার্গো আগুন: ৩ দিন নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্ভোগ কমাতে বড় ঘোষণা দিলেন বাণিজ্য ও বেসরকারি বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, আগামী তিন দিন যেসব নন-শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাসুল ও খরচ মওকুফ করা হয়েছে।
ভিসা, চাকরি বা চিকিৎসার প্রয়োজনে যারা যেতে পারেননি, তাদের সুবিধার্থে শনিবার রাত ৯টা থেকেই নিরবচ্ছিন্নভাবে ফ্লাইট চলছে। অগ্নিকাণ্ডের সময় বিমানবন্দরে থাকা যাত্রীদের জন্য খাবার ও হোটেলেরও ব্যবস্থা করা হয়েছিল।
অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপদেষ্টা জানান, আমদানি কার্গো কমপ্লেক্সে থাকা আমদানীকৃত পণ্যের প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলমান।
এই ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে আজ বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। শেখ বশির উদ্দিন যাত্রীদের কাছে সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।