ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৫:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, “অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ সদস্য দেড় লাখের মতো দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটে সাড়ে পাঁচ লাখ আনসার সদস্যও নিয়োজিত থাকবে।”
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সভায় আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি।”
এছাড়া লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে সচিব আখতার আহমেদ বলেন, “লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার করা হয়েছে। বাকিটা উদ্ধারের কাজ চলমান রয়েছে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।