শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৭:৫২

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং ঢাকা-চট্টগ্রামে ঘটে যাওয়া আরও দুটি আগুনের ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকাগুলোতে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল ও নজরদারি।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা সারা বছরই জোরদারে নির্দেশনা থাকে। কেপিআই এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সরকারি সূত্র অনুসারে, বর্তমানে সারা দেশে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি স্থাপনা ‘কেপিআই’ হিসেবে চিহ্নিত। এই স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় নিয়মিত টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানবাহন তল্লাশি আয়না ও লাগেজ স্ক্যানার ব্যবহারের নির্দেশনা রয়েছে। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।