বাড়িভাতা ২০% দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি: মুখে কালো কাপড় বেঁধে মিছিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৮:৪১

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে চলমান ‘আমরণ অনশন’ কর্মসূচি থেকে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এই ঘোষণা দেন।
অধ্যক্ষ আজীজি জানান, দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল, মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবেন। এছাড়া, যারা ঢাকায় আসতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
তিনি অভিযোগ করেন, আমরণ অনশনে এরইমধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন। তিনি হুঁশিয়ারি দেন, অনশনে কোনো প্রাণহানি ঘটলে এর দায়ভার শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে নিতে হবে। আবরারের কোনো সিদ্ধান্ত তাঁরা মানেন না এবং তাঁকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে, নয়তো তাঁর অফিসে তালা দেওয়া হবে।
অধ্যক্ষ আজীজি আরও বলেন, তাঁরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরও দাবি পূরণ না হলে, সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও-এর মতো অভূতপূর্ব কর্মসূচি দেওয়া হবে। শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ১৫০০ টাকা এবং উৎসবভাতা ৭৫ শতাংশ করা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।