শাহজালালে আগুন: আমদানি কুরিয়ার থেকেই সূত্রপাত, ধারণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৮:১৭

সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক চেয়ারম্যান দিলেন গুরুত্বপূর্ণ তথ্য। তিনি দাবি করেছেন, কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সব নিয়ম মেনেই কাজ করা হয়েছে।

আজ এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, বন্দরে নিয়মিত ফায়ার ড্রিল করা হয়। তিনি আরও নিশ্চিত করেন যে, কার্গো অপারেশন এক দিনের জন্যও বন্ধ রাখা হয়নি এবং নয় নম্বর গেট দিয়ে কার্যক্রম চালু আছে।

তবে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে যে সমস্যা হয়েছিল, তার জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ঢাকা কাস্টমস হাউস এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের দায় দিয়েছেন। কারণ, ২১ দিনের মধ্যে পণ্য অপসারণের নিয়ম থাকলেও সেগুলো সেখানে বছর ধরে পড়ে ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত কোনো আমদানি কুরিয়ার সার্ভিস থেকেই।

চেয়ারম্যান আরও জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে বিমানবন্দরের ভাবমূর্তির কোনো ক্ষতি হবে না। তবে থার্ড টার্মিনালের নতুন কার্গো ভবন বুঝে নিতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় হাজার কোটি টাকার আর্থিক সমঝোতা বাকি রয়েছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top