বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

কোনো চাপে নতি স্বীকার নয়: ইউএনওদের নির্দেশ সিইসি'র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৭:৪৮

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সিইসি বলেন, যে জাতি যতটা আইন মানে, সে জাতি ততটাই সভ্য। তিনি 'রুল অব ল' অর্থাৎ আইন দ্বারা শাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন। নির্বাচনকালীন সব কাজ ন্যায়সংগত, আইনসম্মত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।

সিইসি ইউএনওদের উদ্দেশে বলেন, আপনারা কোনো চাপ বা প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না। আইন অনুযায়ী, নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারসহ সবার সঙ্গে সমন্বয় বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন।

তিনি আরও আশ্বাস দেন যে নির্বাচন কমিশনও কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কখনোই কোনো বেআইনি আদেশ দেবে না। যেকোনো সংকট শুরুতেই চিহ্নিত করে যথাসময়ে উপস্থিত থেকে মোকাবিলার পরামর্শ দেন তিনি। সিইসি প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিয়ে অর্জিত জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top