অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৭:৫৮

দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং এ প্রশ্নে কোনো আপস নেই।
আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার না থাকায় রাষ্ট্রে জবাবদিহি হারিয়ে গেছে। প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়—সব জায়গায় এখন জবাবদিহির ঘাটতি স্পষ্ট। নির্বাচিত প্রতিনিধিত্বই সরকার ও জনগণের মধ্যেকার সেতু।
তিনি অনির্বাচিত সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা করেন না জানিয়ে বলেন, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। তাই নির্বাচনের আগে সরকারের উচিত এখনই কেয়ারটেকার মোডে চলে যাওয়া।
এই বিএনপি নেতা আরও বলেন, যারা বিতর্কিত বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাদের সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি গণতন্ত্রের জন্য আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা হোক—জানালেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।