বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজনভ্যানে ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৮:০৬

সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারা হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) মামলার শুনানির পর ট্রাইব্যুনাল তাদের কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই সেনা কর্মকর্তাদের বাংলাদেশ জেল-প্রিজনভ্যান লেখা সবুজ রঙের একটি বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে নেওয়া হয়।

গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি মোট ৩২ জনের মধ্যে ১৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ভোর ৪টা থেকেই আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা।

সকাল সোয়া ৮টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের এজলাসে আসামিদের তোলা হয়। প্রায় আধা ঘণ্টার মধ্যেই আদালতের কার্যক্রম সম্পন্ন হয়। মূলত মামলার ওকালতনামায় সই করার পরই তাদের কারা হেফাজতে পাঠানো হয়।

একইসঙ্গে, গুমের মামলায় পলাতক বাকি ১৩ আসামিকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।কারাগারে পাঠানো ১৫ সেনা কর্মকর্তার মধ্যে র‍্যাব ও ডিজিএফআইয়ের সাবেক ও বর্তমান একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top