হাইকোর্টে স্থগিত সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৪২

সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নিয়োগ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারি করেছেন এবং একইসঙ্গে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত সংশোধিত বিধির কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন।
গত আগস্টে অন্তবর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদ শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে। সংশোধিত প্রবিধানমালা ২০২৪ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত চ্যালেঞ্জ জানানো হলে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।