৯ মাসে রাজনৈতিক সংঘাতে নিহত ৮৪: সংঘর্ষের ৮১% ঘটনায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৯

জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক সংঘাত তত বাড়ছে। চলতি বছরের প্রথম ৯ মাসে রাজনৈতিক সংঘাতে ৮৪ জনের প্রাণহানি ঘটেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩২৩টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে সংঘাতের ৮১ শতাংশেরও বেশি ঘটনায় বিএনপি সম্পৃক্ত ছিল।
সবচেয়ে বেশি সংঘাত ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে। বিএনপি-বিএনপি মধ্যকার ১৫৪টি সংঘাতে প্রাণ হারিয়েছেন ৩০ জন। এই সংঘর্ষগুলো ঘটছে মূলত আধিপত্য বিস্তার ও পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেলে যাওয়া সম্পদ দখলকে কেন্দ্র করে।
সংঘাতের কারণ হিসেবে স্থানীয় গ্রুপিং, জমি-সংক্রান্ত বিবাদ, স্কুল কমিটি ও বালুমহাল দখলসহ বিভিন্ন দখলদারিত্বের প্রতিযোগিতাকে চিহ্নিত করা হয়েছে। যেমন: কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যু এবং বাগেরহাটে সম্মেলন ঘিরে সংঘর্ষ।
সংঘাতের লাগাম টানতে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে পদচ্যুত বা বহিষ্কার করা হয়েছে। তারেক রহমান মনে করেন, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা তাদের শক্তি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।