১৯৪৭-২০২৫ পর্যন্ত ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দলের ভুলগুলোর জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনাশর্তে তাদের কাছে মাফ চাই।
জামায়াত আমির জানান, এটি তাদের পক্ষ থেকে কমপক্ষে তৃতীয়বারের মতো ক্ষমা চাওয়া। তিনি বলেন, যদি কোনো সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়, তবে মাফ চাইতে তার কোনো অসুবিধা নেই।
তিনি একদম প্রকাশ্যে বিনাশর্তে ক্ষমা চাওয়ার কথা আবারও ঘোষণা করেন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআরসহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত—এমনটাও জানান দলটির আমির।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।