দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ
নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে চলছে দোটানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:২০

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আরও সময় নিতে চেয়েছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে কেউই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
সরকারের ঘনিষ্ঠ সূত্রমতে, মাহফুজ আলম সরকারে থাকতে চান, আর আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। আসিফ মাহমুদ ১৪ আগস্ট নিজেই তফসিলের আগে সরে যাওয়ার কথা বলেছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই উপদেষ্টা। এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শুধু ছাত্র প্রতিনিধিদের সরে যেতে বলার বিষয়টিকে গ্রহণযোগ্য নয় বলে তুলে ধরেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ নিয়ে নানা রাজনৈতিক বক্তব্য বিতর্ক তৈরি করছে।
লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, এসব বক্তব্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ তৈরি করতে পারে। সূত্র: প্রথম আলো, জনকণ্ঠ
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।