বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

দেশের ভালো করা বিএনপিকে ‘ভিলেন’ বানানো হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৪০

সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের ভালো সবকিছুই বিএনপির হাতে হয়েছে, অথচ সেই দলকেই এখন ভিলেন বানানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকার প্রয়োজন, কিন্তু কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

বিএনপি মহাসচিব জিয়াউর রহমানকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ তাঁর নাম মুছে ফেলার চেষ্টা করলেও ইতিহাস তাঁকে ধারণ করেছে।

এদিকে, জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। মেধা, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার ওপর তিনি জোর দেন।

সালাহউদ্দিন আহমেদ জুলাই সনদ প্রসঙ্গে বলেন, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী আইনী রূপান্তর ঘটাতে পারলেই জাতির মুক্তি হবে। তিনি আত্মনির্ভরশীল হয়ে নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top