বিএনপির প্রস্তাব মানলে নির্বাচন হবে মাইলফলক: ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:২০

বিএনপি নির্বাচনি সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়ন করা গেলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক সৃষ্টি করবে। মন্তব্য করেছেন ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, অতীতের প্রহসন এড়াতে বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনি প্রক্রিয়ায় যুক্ত না হন, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকতে হবে।
মঈন খান বলেন, তাদের লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। তিনি চান ১৮ কোটি মানুষ যেন সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে বাস করতে পারে এবং ১২ কোটি ভোটার যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচন কমিশনের। অন্তর্বর্তীকালীন সরকার এবং কমিশনকে দৃশ্যমান নিরপেক্ষতার বার্তা দিতে হবে, তাহলেই দেশে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হবে।
জাতীয় সংসদ নির্বাচনে জোট প্রসঙ্গে মঈন খান জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন একটি স্বীকৃত পন্থা এবং বিএনপি এখনও এ বিষয়ে ‘ওপেন’ রয়েছে। তিনি সাধারণ নির্বাচনের দিনেই জুলাই সনদ নিয়ে গণভোট চান বলেও উল্লেখ করেন। ড. মঈন খান আশা প্রকাশ করেন, নির্বাচন হবে উৎসবমুখর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে আশঙ্কা রয়েছে, তা দূর হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।