সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ না পেয়ে বঞ্চিত হাজারো পরিবার
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ২২:৩৪

প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ, আহত হন আরও কয়েকগুণ বেশি। বিশেষজ্ঞদের মতে, এসব দুর্ঘটনার প্রধান কারণ চালকের গাফিলতি, অপ্রশিক্ষিত নতুন চালক, পুরনো ও ত্রুটিপূর্ণ যানবাহন এবং ভাঙাচোরা সড়ক ব্যবস্থা। অথচ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার সুস্পষ্ট আইন থাকলেও সচেতনতার অভাবে অনেকেই সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৫২ ধারায় বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের ক্ষতিপূরণ প্রদান করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আইনে নির্ধারিত রয়েছে— নিহত ব্যক্তির পরিবার পাবে ৫ লাখ টাকা, গুরুতর আহত ব্যক্তি ৩ লাখ টাকা এবং সামান্য আহত ব্যক্তি পাবেন ১ লাখ টাকা ক্ষতিপূরণ।
ক্ষতিপূরণের আবেদন করতে হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বিআরটিএ সদর দপ্তর বা জেলা সার্কেল অফিসে ফরম-৩২ পূরণ করে জমা দিতে হয়। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হয় চিকিৎসা প্রতিবেদন, খরচের রশিদ, দুর্ঘটনার জিডি বা মামলার কপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
কিন্তু বাস্তবে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষই এই আইনি বিধান সম্পর্কে জানেন না। ফলে বছরের পর বছর ধরে হাজারো পরিবার ক্ষতিপূরণ না পেয়ে বঞ্চিত থাকছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিআরটিএকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে বলে দাবি সংশ্লিষ্টদের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।