বাগদাদজুড়ে সালফারের তীব্র গন্ধে শ্বাসকষ্ট, আতঙ্কে স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৫
ইরাকের রাজধানী বাগদাদ আবারও সালফারের তীব্র গন্ধে ঢেকে গেছে, এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ইরাকের সংবাদমাধ্যম শাফাক নিউজ জানায়, শহরের আশপাশের ইটভাটা ও ভারী জ্বালানি পোড়ানো কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং আবহাওয়াজনিত প্রভাবে পুরো বাগদাদজুড়ে এই সালফারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
বাসিন্দাদের ভাষ্যে, গন্ধটি পোড়া দেশলাইয়ের মতো তীব্র ও শ্বাসরুদ্ধকর, যা সন্ধ্যার পর আরও বেড়ে যায়। অনেকে বাধ্য হয়ে জানালা বন্ধ করে ঘরে অবস্থান করেন।
পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরাক বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে ৩৭তম এবং আরব অঞ্চলে ৬ষ্ঠ স্থানে রয়েছে। তারা সতর্ক করেছেন, দ্রুত কার্যকর পরিবেশ নিয়ন্ত্রণ না নিলে জনস্বাস্থ্যের ঝুঁকি ভয়াবহ রূপ নিতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।