কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ টিম আসছে
স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:২০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে চারটি দেশের বিশেষজ্ঞ টিম আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো ধরনের অব্যবস্থাপনা বা গাফিলতি ছিল কি না— তা খতিয়ে দেখতে বিদেশি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করবেন। তদন্তে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে ক্ষয়ক্ষতির সার্বিক হিসাব করা হচ্ছে এবং নিরাপত্তা জোরদার করতে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে একাধিক গুদাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।