শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

গুঞ্জনে সরগরম বিনোদন: পূর্ণিমা-ববি, জবাব কী এল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৫:০৩

সংগৃহীত

সাম্প্রতিক সপ্তাহজুড়ে ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ও ইয়ামিন হক ববিকে নিয়ে বিনোদন জগতে ছিল তুমুল গুঞ্জন। ২০২২ সালে আশফাকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পূর্ণিমাকে নিয়ে গুঞ্জন ওঠে ডিভোর্স-এর। দীর্ঘ দিন স্বামীর সঙ্গে যুগল ছবি না থাকা এবং তাঁর একটি ফেসবুক পোস্ট (যেখানে তিনি 'মিথ্যা সম্পর্কের ভিড়ে নিঃসঙ্গতাকেই নিরাপদ' বলেছেন) এই জল্পনাকে আরও উসকে দেয়।

তবে গুঞ্জনের জবাব দিতে বেশি দেরি করেননি পূর্ণিমা। তিনি তাঁর স্বামীর হাত ধরে তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দেন, তাঁদের দাম্পত্যে কোনো সমস্যা নেই। যদিও বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দেননি। পূর্ণিমার মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে 'গাঙচিল' ও 'জ্যাম'।

অন্যদিকে, নায়িকা ববিকে নিয়ে গুঞ্জন ছড়ায় এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার। ওই ব্যবসায়ী গ্রেপ্তার হলে ঘটনাটি আরও আলোচনায় আসে। তবে ববি দ্রুতই এই গুঞ্জন উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানান, তিনি ওই ব্যবসায়ীকে বিয়ে করেননি। পাশাপাশি, পরিচালক সাকিব সনেটের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও স্বীকার করেন এই অভিনেত্রী। ববি বর্তমানে কারও সঙ্গে প্রেম করছেন না। সব মিলিয়ে, এই দুই তারকার ব্যক্তিগত জীবনের গুঞ্জনই ছিল সপ্তাহজুড়ে বিনোদন খবরের প্রধান আকর্ষণ। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top