শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ফ্যাসিস্ট আ. লীগের প্রত্যাবর্তন বন্ধে সবাই ঐক্যবদ্ধ থাকুন: সালাহ উদ্দিন

নিজামী-মীর কাসেম-সাকা চৌধুরী: মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড, বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৪০

সংগৃহীত

ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। সংস্কার সনদে স্বাক্ষরকারী দলগুলোর ঐক্যের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, খুন করা হয়েছে ২০ হাজার কর্মীকে।

এদিকে একই অনুষ্ঠানে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি তাঁর ব্যক্তিগত নির্যাতনের স্মৃতিচারণ করে বলেন, শুধু দুই-চার কলাম লেখার জন্য তাঁকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সালাহ উদ্দিন আহমদ বলেন, আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top